বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২২ সালের শিক্ষাবর্ষে মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিএসএমএমইউ’র অধীনে সাতটি কোর্স এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের (এনআইএএনইআর) অধীনে ছয়টি কোর্সে আবেদন করা যাবে।
গত ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ : ২১ এপ্রিল থেকে ১০ মে ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রবেশপত্র গ্রহণের তারিখ : ২২ মে থেকে ৪ জুন।
ভর্তি পরীক্ষার সময় ও তারিখ : ৪ জুন ২০২২, সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফি : মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০০০ টাকা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ১০০ ডলার ফি বাবদ শাহবাগ, পূবালী ব্যাংক শাখায় জমা দিতে হবে।