বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২২ সালের শিক্ষাবর্ষে মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিএসএমএমইউ’র অধীনে সাতটি কোর্স এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের (এনআইএএনইআর) অধীনে ছয়টি কোর্সে আবেদন করা যাবে।

গত ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ : ২১ এপ্রিল থেকে  ১০ মে ২০২২,  রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রবেশপত্র গ্রহণের তারিখ : ২২ মে থেকে ৪ জুন।

ভর্তি পরীক্ষার সময় তারিখ : ৪ জুন ২০২২, সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফি : মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০০০ টাকা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ১০০ ডলার ফি বাবদ শাহবাগ, পূবালী ব্যাংক শাখায় জমা দিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে