ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে ২৪১৬ জনকে (সোনালী ব্যাংক লিমিটেড-১২২৯টি, জনতা ব্যাংক লিমিটেড-৪৪৫টি, অগ্রনী ব্যাংক লিমিটেড-৪৫৫টি, রূপালী ব্যাংক লিমিটেড-২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক- ২২২টি, প্রবাসী কল্যাণ ব্যাংক-১টি) অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে।
পদের নাম : অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)।
পদের সংখ্যা : ২৪১৬টি।
আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল ও সুযোগ সুবিধা : ১৬০০০-৩৮৬৪০/- । তবে ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমা : আবেদনকারী সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেইজ সংগ্রহের শেষ তারিখ ও সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
বিস্তারিত জানতে ও আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন :