খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই-সহকারী প্রকৌশলী) ও আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও-উপসহকারী প্রকৌশলী) পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি এবং আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা পদের পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
দুই পদের লিখিত পরীক্ষার হল, আসনবিন্যাস ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।