চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ২৮ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৪ হাজার ৯২২ জন। যা মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ১৬ শতাংশ। ফেল করেছেন ২৩ হাজার ৭৫৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশিত হয়।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৯২২ জন পরীক্ষার্থী। যা শতকরা ১৭ দশমিক ১৬ শতাংশ। ফেল করেছেন ২৩ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী। যা শতকরা ৮৩ দশমিক ৮৪ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে