চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ২৮ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৪ হাজার ৯২২ জন। যা মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ১৬ শতাংশ। ফেল করেছেন ২৩ হাজার ৭৫৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৮৪ শতাংশ।
গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশিত হয়।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৯২২ জন পরীক্ষার্থী। যা শতকরা ১৭ দশমিক ১৬ শতাংশ। ফেল করেছেন ২৩ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী। যা শতকরা ৮৩ দশমিক ৮৪ শতাংশ।