বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা), ময়মনসিংহ রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে অস্থায়ী ভিত্তিতে ১৩ জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে আহ্বান করা হয়েছে।

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি ইলেকট্রনিকস)
পদের সংখ্যা: ১২টি।
আবেদনের যোগ্যতা: কৃষি, কৃষিপ্রকৌশল, কৃষি অর্থনীতি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর পাস থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (স্বাস্থ্য পদার্থ)
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: পদার্থবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা /-

বয়সসীমা : ১ আগস্ট ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bina.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি জমা দেয়া : অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ২২ আগস্ট, ২০২২ সকাল ১০টা থেকে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২১ সেপ্টেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে