বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) রাজস্ব খাতভুক্ত স্থায়ী ২ ধরনের শূন্য পদে ৯ জনকে নিয়োগ দেয়ার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে আহ্বান করা হয়েছে।

পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য/মৎস্য/কৃষি অর্থনীতি গ্রামীণ সমাজবিজ্ঞান)
পদের সংখ্যা: ৭টি।
আবেদনের যোগ্যতা: কৃষিবিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির পদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে অন্যূন ছয়টি গবেষণা প্রকাশনা। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০/-

পদের নাম: সিনিয়র সায়েন্টিফিক অফিসার (প্রযুক্তি হস্তান্তর)
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত (এনএআরএস) প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বা পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিনটি প্রকাশনা। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৪ বছর।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-

বয়সসীমা : ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে।

অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীদের কাউন্সিলের সংস্থাপন শাখা বা কাউন্সিলের http://barc.portal.gov.bd এ ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে তিন প্রস্থ প্রোফাইল জমা দিতে হবে। প্রার্থীকে নির্দিষ্ট পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: একজন প্রার্থী একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীর নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), নতুন বিমানবন্দর সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ ও সময়: ৪ সেপ্টেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://barc.portal.gov.bd/sites/default/files/files/barc.portal.gov.bd/page/70ddc487_3acf_44d4_8430_c3cab6fd40c1/2022-08-10-04-17-c779015bf4f4cc2d8bc735bc20480347.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে