২০২৩ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশিত হয়েছে। গত ২ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

এর আগে গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ দাখিল পরীক্ষার সিলেবাসের অনুমোদন দেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পুনর্বিন্যস্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে। ২০২৩ সালের দাখিল পরীক্ষার নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি নির্দেশক্রমে প্রকাশ করা হলো।

২০২৩ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.bmeb.gov.bd/sites/default/files/files/bmeb.portal.gov.bd/notices/bce876da_8f37_4c4f_ae09_d72f70d5e2f5/Dakhil%20Revised%20Syllabus_2023%20with%20notice.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে