বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৭টি শূণ্য পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী/কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও অডিটর পদের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুন ২০২২ (শুক্রবার) বিকেল ৩টায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল এভিনিউ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে।
মেকানিক্যাল এসিস্ট্যান্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা আগামী ২৫ জুন ২০২২ (শনিবার) বিকেল ৩টায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল এভিনিউ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে।
অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষা আগামী ১ জুলাই ২০২২ (শুক্রবার) বিকেল ৩টায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল এভিনিউ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে।