সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে হতে পারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

. রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কোন তারিখে?

ক. ২৪ ফেব্রুয়ারি ২০২২ খ. ২৫ ফেব্রুয়ারি ২০২২ গ. ২৩ ফেব্রুয়ারি ২০২২ ঘ. ২২ ফেব্রুয়ারি ২০২২

উত্তর: ক. ২৪ ফেব্রুয়ারি ২০২২।

. ‘বিশ্ব ধরিত্রী’ দিবস পালিত হয় কোন তারিখে?

ক. ২৪ এপ্রিল খ. ২২ এপ্রিল গ. ২১ এপ্রিল ঘ. ২০ এপ্রিল

উত্তর: খ. ২২ এপ্রিল।

. ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত?

ক. সিপার নদী খ. সাফানো নদী  গ. ইউক্রিস নদী ঘ. নিপার নদী

উত্তর: ঘ. নিপার নদী।

. ফিফা বিশ্বকাপ-২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?

ক. ইংল্যান্ড খ. ফ্রান্স গ. কাতার ঘ. আর্জেন্টিনা

উত্তর: গ. কাতার।

.  বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চলাচল করছে কোন দেশে?

ক. জাপান খ. জার্মানি গ. যুক্তরাষ্ট্র ঘ. চীন

উত্তর: খ. জার্মানি।

. রাশিয়ার গণমাধ্যম কোনটি?

ক. স্পুতনিক খ. সিপি গ. পিপিআই ঘ. এনডিনিউজ

উত্তর: ক. স্পুতনিক।

. কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?

ক. মলদোভা খ. লাটভিয়া গ. লিথুনিয়া ঘ. এস্তোনিয়া

উত্তর: ক. মলদোভা।

. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

ক. ৭২ খ. ৬২ গ. ৮৬ ঘ. ৭৬

উত্তর: ঘ. ৭৬।

. বিশ্বের কতটি দেশে পরমাণু অস্ত্র রয়েছে?

ক. ৯টি খ. ১০টি গ. ৭টি ঘ. ১১টি

উত্তর: ক. ৯টি।

১০. কত সালে বার্মা’র নাম মিয়ানমার করা হয়?

ক. ১৯৯১ সালে খ. ১৯৮৯ সালে গ. ১৯৯৪ সালে ঘ. ১৯৭৯সালে

উত্তর:  খ. ১৯৮৯ সালে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে