বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১৪ ধরনের শূন্য পদে ১৩৮ জনকে নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন করতে আহ্বান করা হয়েছে।

পদের নাম: অফিস সুপারিনটেনডেন্ট।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতাসহ তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা/নারায়ণগঞ্জ/কক্সবাজার।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ১০টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, নাটোর, বাগেরহাট ও বরগুনা।

পদের নাম: মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে রসায়ন ও পদার্থবিদ্যাসহ দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা।

পদের নাম: গোডাউন কিপার।
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও।

পদের নাম: ড্রাইভার।
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস। ভারী যান চালানোর লাইসেন্স থাকতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ ও কুষ্টিয়া।

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান।
পদের সংখ্যা: ৫৫টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস। কোনো ইনস্টিটিউট থেকে কারিগরি বিষয়ে সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙা ও পটুয়াখালী।

পদের নাম: ফায়ারম্যান।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। অগ্নিনির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা ও চাঁদপুর।

পদের নাম: নিরাপত্তাকর্মী।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ ও হবিগঞ্জ।

পদের নাম: টেকনিক্যাল হেলপার।
পদের সংখ্যা: ৪৩টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস। কোনো ইনস্টিটিউট থেকে কারিগরিবিষয়ক সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নীলফামারী, নওগাঁ, রংপুর, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা ও পিরোজপুর।

পদের নাম: আর্দালি।
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, নরসিংদী ও পঞ্চগড়।

পদের নাম: দারোয়ান বা গেটগার্ড।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মাগুরা ও রাজশাহী।

পদের নাম: মালি।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: বগুড়া।

পদের নাম: লেবার।
পদের সংখ্যা: ১১টি।
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, বাগেরহাট, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, সিলেট, রংপুর, লালমনিরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও ভোলা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা:: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: নাটোর।

বয়সসীমা : ৩০ এপ্রিল ২০২২ তারিখে বয়স ১৮-৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। ৫, ৮ ও ১১ নম্বর পদের জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর।

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১-৮ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ৯-১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনের আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করার ঠিকানা :  আগ্রহী প্রার্থীরা http://bof.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ সময় : ৩০ এপ্রিল ২০২২, বিকাল ৫টা পর্যন্ত।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://bof.gov.bd/sites/default/files/files/bof.portal.gov.bd/notices/1b57ff71_f8c1_4b6d_9c9d_9d3887b14ab1/2022-04-02-01-21-74e5f757e855edb4d7dedb42edacc726.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে