সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে হতে পারে। কাজেই আপনাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আপনাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি আপনারা লেখাগুলো সংগ্রহ করে রাখবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন।

১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রথম ইংল্যান্ডে যান?

ক. ১৮৭৮ সালে খ. ১৮৯১ সালে গ. ১৮৬৩ সালে ঘ. ১৮৬৮ সালে

উত্তর: ক. ১৮৭৮ সালে।

২. কামিনী রায় কোথায় জন্মগ্রহণ করেন?

ক. বরিশাল খ. ঝালকাঠি গ. সিলেট ঘ. ঢাকা

উত্তর: খ. ঝালকাঠি।

৩. ‘উপশম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. সুমতি খ. মৃদু গ. বৃদ্ধি ঘ. অনুপম

উত্তর: গ. বৃদ্ধি।

৪. আল মাহমুদের কাব্যগ্রন্থ নয় কোনটি?

ক. লোক লোকান্তর খ. সোনালি কাবিন গ. নিজ বাসভূমে ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো

উত্তর: গ. নিজ বাসভূমে।

৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে মারা যান?

ক. ৫০ বছর খ. ৫৫ বছর গ. ৭০ বছর ঘ. ৭৫ বছর

উত্তর: খ. ৫৫ বছর।

৬. ছা-পোষা –এর বাগধারার অর্থ কী?

ক. অমিতব্যয়ী খ. অত্যন্ত গরিব গ. বিশৃঙ্খল ঘ. বিত্তের অহংকার

উত্তর: খ. অত্যন্ত গরিব।

৭. ‘জয়নালের চৌতিশা’ কোন ধরনের কাব্য?

ক. প্রণয়কাব্য খ. মঙ্গলকাব্য গ. মর্সিয়াকাব্য ঘ. জীবনীকাব্য

উত্তর: গ. মর্সিয়াকাব্য।

৮. ‘অভি’ উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হতে পারে?

ক. সম্যক খ. আগমন গ. আধিপত্য ঘ. ব্যাপ্তি

উত্তর: ক. সম্যক।

৯. বহুব্রীহি সমাসের উদাহরণ নয় কোনটি?

ক. সজল খ. স্বপ্ন গ. সুশ্রী ঘ. একগুঁয়ে

উত্তর: খ. স্বপ্ন।

১০. ‘রোজা’ কোন ভাষার শব্দ?

ক. আরবি খ. ফারসি গ. পর্তুগিজ ঘ. তুর্কি

উত্তর: খ. ফারসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে