ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংক জনতা ব্যাংক লি:, অগ্রণী ব্যাংক লি:, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি:, বাংলাদেশ কৃষি ব্যাংকে সমন্বিতভাবে ২২২টি সিনিয়র অফিসার (আইটি) পদে নিয়োগের জন্য আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম : সিনিয়র অফিসার (আইটি)

পদের সংখ্যা : ২২২টি ( জনতা ব্যাংক লি: ১১৪টি, অগ্রণী ব্যাংক লি:  ১০০টি,  বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি: ১টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ৭টি)।

আবেদন যোগ্যতা : স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে নূন্যতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
আবেদনপত্র জমা দেওয়া ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ৩০ জানুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেইজ সংগ্রহের শেষ তারিখ ও সময়: ১ ফেব্রুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফি : ২০০ টাকা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট-এর মাধ্যমে প্রি-পেইড পদ্ধতিতে ফি জমা দিতে হবে।

বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে সব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

অনলাইন রেজিস্ট্রেশন করার ঠিকানা : অনলাইন রেজিস্ট্রেশন https://erecruitment.bb.org.bd এ ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : https://erecruitment.bb.org.bd/career/dec222021_bscs_187.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে