বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ওই দিন ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক ও উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষাও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকাল ৯টা থেকে এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা ১২ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের নিয়োগ পরীক্ষার সিট প্ল্যান নিচের লিংকের দেওয়া হলো:  http://www.apscl.gov.bd/sites/default/files/files/apscl.portal.gov.bd/job_information/197f51c2_804f_4e48_abc0_cd63d9e4ba2b/2021-10-19-12-16-0f036ed718be2deca480e9be31d8ebe8.pdf?fbclid=IwAR1kBH33p2hz1MNQ00iI5T77YPb3kq-8H8MuXisU6NdKMmGUHMr9cUmNNnc

প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার সিট প্ল্যান নিচের লিংকের দেওয়া হলো: https://erecruitment.bb.org.bd/career/oct242021_bscs_134.pdf?fbclid=IwAR0D0udMbFp_sdR_sQRQ-gZHcPsOu-Wwk-d6nnGB0w-BSrHwY8RixZaPGxg

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে