সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন : কোন কবি বাঙালি না হয়েও এবং বাংলায় কোনো পদ রচনা না করেও বাঙালি বৈষ্ণবের গুরুস্থানীয় হয়ে আছেন?

উত্তর: কবি বিদ্যাপতি।

প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল কী?

উত্তর: বৈষ্ণব পদাবলি।

প্রশ্ন : আরকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?

উত্তর: দৌলত কাজী।

প্রশ্ন : মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

উত্তর: আলাওল।

প্রশ্ন : মধ্যযুগের প্রথম কবি কে?

উত্তর: বড়ু চন্ডীদাস।

প্রশ্ন : দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?

উত্তর: মনসুর বয়াতি।

প্রশ্ন : লোকসাহিত্য প্রাচীনতম সৃষ্টি কি?

উত্তর: ছড়া ও ধাঁধা।

প্রশ্ন : বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন?

উত্তর: ১৮৫২ সালে।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজে ১৮০১ থেকে ১৮১৫ সাল পর্যন্ত মোট কতটি গ্রন্থ রচিত হয়?

উত্তর: ১৪টি।

প্রশ্ন : বাংলা গদ্যে প্রথম যতচিহ্ন ব্যবহার করেন কে?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে