মো :  বদরুল ইসলাম

সহকারী শিক্ষক (গণিত), সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা।

পরীক্ষক (গণিত) : ঢাকা বোর্ড।

সুপ্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আজ তোমাদের পদার্থবিজ্ঞানের ‘প্রথম অধ্যায় : ভৌত রাশি পরিমাপ’ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১. সময়ের মাত্রা হলো-

ক) I  খ) θ  গ) L   ঘ) T

২. একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০ এবং পিচ ১  এটির লঘিষ্ঠ গণন কত?

ক) ০.১ mm  খ) ১ mm গ) ০.০০১ mm  ঘ) ০.০১ mm

৩. ১ মিটারে কত সেন্টিমিটার?

ক) ১০  খ) ১০০ গ) ১০০০  ঘ) ১

৪. মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?

ক) মিলিমিটার  খ) মাইক্রোমিটার  গ) ন্যানোমিটার   ঘ) সেন্টিমিটার

৫. পিয়েরে  ভার্নিয়ার পেশায় ছিলেন-

ক) চিকিৎসক    খ) গণিতবিদ  গ) পদার্থবিদ্যা   ঘ) প্রাণীবিজ্ঞানী

৬. লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা  প্রকাশ করা হয়-

ক) M  খ) D  গ) L  ঘ) LC

৭.  চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে-

ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি  খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি

গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি    ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি

৮.  ভার্নিয়ারের কোন দাগ যদি প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে দাগই হবে-

ক) ভার্নিয়ার ধ্রুবক    খ) যান্ত্রিক ক্রুটি

গ) ভার্নিয়ার সমপাতন   ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স

৯. তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?

ক) দুইটি  খ) তিনটি  গ) চারটি  ঘ) একটি

১০. কোনটি মৌলিক রাশি?

ক) বেগ  খ) বল  গ) সময়  ঘ) তাপ

উত্তর : ১. ঘ, ২. ঘ, ৩. খ,  ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. ক,  ৮. গ,  ৯. ক, ১০. গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে