চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ৯ হাজার ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ২৬৪ শিক্ষার্থী। সে হিসাবে পাসের হার ২৪.৫৪ শতাংশ।

গত ১৯ আগস্ট সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদনকারী ১১ হাজার ৬০ শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২২৩ জন পরীক্ষায় অংশ নেন। সেই হিসাবে উপস্থিতির হার ৮৩ দশমিক ৩৯। এই ইউনিটে আসন রয়েছে ৪৪১টি।

সি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী প্রথম আলোকে বলেন, গতকাল (শুক্রবার) রাতের মধ্যেই ফল প্রস্তুত করা হয়েছে। যাচাই–বাছাই করে আজ প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

https://drive.google.com/file/d/1E8OzqdK2hhXAhp_oPX5vdSFDG9s4hxUO/view

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে