আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্যাম্প কো–অর্ডিনেশন অ্যান্ড ক্যাম্প ম্যানেজমেন্ট (সিসিসিএম) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার (ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ফিল্ড মনিটরিং)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ইমারজেন্সি প্রজেক্টে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, কোনো কালেক্ট, এসকিউএল ও ডেটাবেজের কাজ জানতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৭৮ হাজার টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, মুঠোফোন ও ইন্টারনেটের বিল পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের একশনএইডের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর এই লিংকে লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২২।