বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) অস্থায়ী ভিত্তিতে ১৪ ধরনের পদে ৯৩ জনকে নিয়োগ দেওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে আহ্বান করা হয়েছে।
পদের নাম: ক্রয় কর্মকর্তা।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ যোগ্যতার ক্ষেত্রে শর্তাবলি শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম: জনসংযোগ কর্মকর্তা।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: সাংবাদিকতায় দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সাধারণত জনসংযোগ কর্মকর্তা প্রতিষ্ঠান কর্তৃক যেসব প্রকাশনা প্রদর্শনী ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেগুলো পরিকল্পনা, তত্ত্বাবধান করার ক্ষমতাসহ জনসংযোগ প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা ও যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য খবর ও ফিচার তৈরির ক্ষমতা থাকতে হবে। প্রুফ পাঠ তত্ত্বাবধান করা ও নকশা প্রস্তুত করা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি। প্রশাসনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ শ্রম ব্যবস্থাপনার ক্ষমতা।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল/বৈদ্যুতিক)।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: সিভিল/বৈদ্যুতিক কর্ম তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ সিভিল/বৈদ্যুতিক প্রকৌশলে সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-
পদের নাম: সাঁটলিপিকার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। বাণিজ্যিক উপাধিপত্র অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
পদের নাম: ইলেকট্রিশিয়ান (নির্মাণ)।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রসহ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: প্রাক্কলনিক/এস্টিমেটর (সিভিল)।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: সিভিল নির্মাণকাজ তত্ত্বাবধান ও প্রাক্কলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসহ প্রকৌশল (সিভিল) সনদধারী।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-
পদের নাম: সহকারী নকশাকারী/ড্রাফটসম্যান।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস ও সিভিল নকশাবিদ্যায় উপাধিপত্রসহ সিভিল অঙ্কনে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-
পদের নাম: আমিন।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস। কোনো প্রতিষ্ঠান থেকে সার্ভে কোর্স সমাপ্তকরণ সনদপত্রসহ জরিপ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: বিল সহকারী।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: টেলিফোন অপারেটর।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস। পিএবিএক্স পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: স্টোরম্যান।
পদের সংখ্যা: ৩৭টি।
আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটরযান কোর্সের সনদধারী।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-
পদের নাম: পিওএল অ্যাটেনডেন্ট (পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট)।
পদের সংখ্যা: ২৮টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
পদের সংখ্যা: ১০টি।
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
বয়সসীমা : ২০২২ সালের ১৯ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহীরা http://brtc.teletalk.com.bd/ এই লিংকে আবেদন করতে হবে।
আবেদন ফি জমা দেয়া : অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময়: ১৯ জুন ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।