ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের দশম গ্রেডের সিনিয়র মেকানিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে ৮ জুন সকাল ১০টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১। বিপিএসসি ফরম জমা না দেওয়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না। পরীক্ষার সময় মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।