জীবন বিমা করপোরেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিমা প্রতিনিধি নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম নাম : বিমা প্রতিনিধি।
পদের সংখ্যা : ৬০ জন।
আবেদন যোগ্যতা : কমপক্ষে এস এস সি/ সমমান পাস হতে হবে। তবে অনার্স, ডিগ্রি, মাস্টার্স/এমবিএ পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এছাড়াও যেকোনো পেশার চাকরিজীবীরাও আবেদন করতে পারবেন। এমনকি প্রার্থীরা খণ্ডকালীন চাকরি হিসেবেও বিমা প্রতিনিধি হয়ে কাজ করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে ১৮ থেকে ৬৫ বছরের যেকেউ এ পদের জন্য আবেদন করতে পারবেন।
চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীদের শিশু নিরাপত্তা বিমা, শিক্ষা বিমা, বিবাহ বিমা, তিন কিস্তি বিমা, বহু কিস্তি বিমা, বিভিন্ন মেয়াদী বিমা, পেনশন বিমা, সার্বজনীন পেনশন বিমা, হজ বিমা, প্রবাসী কল্যাণ বিমা, আজীবন বিমা, বিভিন্ন ধরনের ডি পি এস, গ্রুপ বিমাসহ ৩৫ প্রকার বিমার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষকে উপযুক্ত সেবা দেওয়া।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে সিভি পাঠাতে হবে jibanbima.jbc@gmail.com এই ঠিকানায়। সিভির সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র ও ছবি পাঠাতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন ও কমিশন প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে।
আবেদনের শেষ তারিখ : ৫ এপ্রিল, ২০২২।