৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে দেশের আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশ নেন।