সুপ্রিয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এমসিকিউ পদ্ধতির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ১৩টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. জসীমউদ্দীনের ‘কবর কবিতা কোন পত্রিকার প্রথম প্রকাশিত হয়?
ক. তত্ত্ববোধিনী পত্রিকা খ. ধূমকেতু গ. কল্লোল ঘ. কালি ও কলম
উত্তর: গ. কল্লোল।
২. ‘ক্ষীয়মাণ’- এর বিপরীত শব্দ কি?
ক. বৃহৎ খ. বর্ধিষ্ণু গ. বৃদ্ধিপ্রাপ্ত ঘ. বর্ধমান
উত্তর: ঘ. বর্ধমান।
৩. ‘নষ্ট হওয়ার স্বভাব যার ’এক কথায় প্রকাশ হবে-
ক. নিদাঘ খ. নশ্বর গ. নষ্টমান ঘ. বিনশ্বর
উত্তর: খ. নশ্বর।
৪. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
ক. দ্বন্দ সমাস খ. রুপক গ. দিগু সমাস ঘ. বহুব্রীহি সমাস
উত্তর: গ. দিগু সমাস।
৫. ‘চাঁদমূখ ’ এর বাস্যবাক্য হলো-
ক. চাঁদ মূখের ন্যায় খ. চাঁদের মত মুখ গ. চাঁদ মূখ যার ঘ. চাঁদ রূপ মুখ
উত্তর: খ. চাঁদের মত মুখ।
৬. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. অনুজ্ঞামূলক
উত্তর: খ. জটিল বাক্য।
৭. বাংলা ছন্দ কত রকমের?
ক. এক রকমের খ. তিন রকমের গ.দু রকমের ঘ. চার রকমের
উত্তর: খ. তিন রকমের।
৮. প্রাচীন ‘ পুন্ড্রনগর ’ কোথায় অবস্থিত?
ক. ময়নামতি খ. বিক্রমপুর গ. পাহাড়পুর ঘ. মহাস্থানগড়
উত্তর: ঘ.মহাস্থানগড়।
৯. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
ক. আন্ত্যামিল আছে খ. অন্ত্যমিল নেই গ. চরণের প্রথম মিল থাকে ঘ. বিশ মাত্রায় পর্ব থাকে
উত্তর: খ. অন্ত্যমিল নেই।
১০. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
ক.মহানন্দা খ.ভৈরব গ.কুমার ঘ.বড়াল
উত্তর: ক. মহানন্দা।
১১. উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
ক. ড.রমেশচন্দ্র মজুমদার খ. ড.মাহমুদ হাসান গ. ড.সৈয়দ মোয়াজ্জেম হোসেন ঘ. স্যার এ এফ রহমান
উত্তর: ঘ. স্যার এ এফ রহমান।
১২. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত বছর?
ক.৪ বছর খ.৫ বছর গ.৭ বছর ঘ.৩ বছর
উত্তর: খ.৫ বছর।
১৩. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
ক. মালদ্বীপ খ. নেপাল গ. ভূটান ঘ. ভারত
উত্তর: ক. মালদ্বীপ।