চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবি বাস্তবায়ন পর্যন্ত ঐক্যবদ্ধ ছাত্র সমাজের লাগাতার আন্দোলনের কর্মসূচি হিসেবে বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শাহবাগের প্রজন্ম চত্বরে মানববন্ধন করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ।
মানব বন্ধনে আসা শিক্ষার্থীরা জানায়, মুজিববর্ষ চলছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন এবং এটাও বলেছিলেন দাবি যদি ন্যায্য হয় এবং সংখ্যায় যদি একজনও হয় তাহলে সে দাবিও মেনে নেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে হলে দেশের সকল নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা একান্তই প্রয়োজন।
শিক্ষিত বেকাররা তাদের বাঁচার দাবিতে ৪ দফা দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলো হলো- ১. সকল চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে।
২. নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি. ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।
৩. চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে।
৪. একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।