পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে (পিজিসিবি) ৬ ধরনের পদে ২৫০ জনকে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: জুনিয়র হিসাব সহকারী।
পদের সংখ্যা: ৯টি।
আবেদনের যোগ্যতা: ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে (হিসাব/ অর্থ) কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স)/ সমমান ডিগ্রি (বাণিজ্য)। কম্পিউটারে দক্ষতাসহ মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,০০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম : জুনিয়র ব্যক্তিগত সচিব।
পদের সংখ্যা: ১৫টি।
আবেদনের যোগ্যতা: ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স)/ সমমান ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসহ মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,০০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম: জুনিয়র ভান্ডার রক্ষক।
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা: ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স)/ সমমান ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসহ মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,০০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক।
পদের সংখ্যা: ১৫টি।
আবেদনের যোগ্যতা: ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (অনার্স)/ সমমান ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসহ মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,০০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম: কারিগরি সহায়ক।
পদের সংখ্যা: ২০০টি।
আবেদনের যোগ্যতা: কারিগরি শিক্ষাবোর্ড থেকে জেনারেল ইলেকট্রনিকস/ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি/ প্লাম্বিং ও পাইপ ফিটিংসে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (কারিগরি) পাস অথবা এসএসসি/ দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/কম্পিউটার/প্লাম্বিং বিষয়ে এক বছর মেয়াদি বেসিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ১৪,৫০০/- ও অন্যান্য সুবিধা।
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৮টি।
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এসএসসি/ দাখিল সমমানের পরীক্ষায় পাস।
বেতন স্কেল: ১৪,৫০০/- ও অন্যান্য সুবিধা।
বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ সালে যাঁদের বয়স ৩০ বছর হয়েছে, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অনলাইনে আবেদনপত্র পূরণ করার ঠিকানা: প্রার্থীদের পিজিসিবির এ ওয়েবসাইট www.pgcb.gov.bd বা টেলিটকের ওয়েবসাইটে http://pgcb.teletalk.com.bd নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। প্রতিটি পদের জন্য ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২১ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।