বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৯৮তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হয়েছে।

পদের নাম: সিপাহি (জিডি)।

আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৩ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, উপজাতীয় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, উপজাতীয় মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট। পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি, উপজাতীয় পুরুষ প্রার্থীর ওজন ৪৭.১৭৩ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন ৪৭.১৭৩ কেজি, উপজাতীয় মহিলা প্রার্থীর ওজন ৪৩.৫৪৪ কেজি । পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। উপজাতীয় পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

দৃষ্টিশক্তি : ৬/৬।

বয়সসীমা : ৮ এপ্রিল ২০২০ তারিখে প্রার্থীদের বয়স ১৮-২৩ বছর হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-

রেজিস্ট্রেশন করার তারিখ : আগ্রহী প্রার্থীদের ১৫ অক্টোবর ২০২১, সকাল ১০টা থেকে ২৪ অক্টোবর ২০২১ তারিখ মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন ফি: ১৫০ টাকা।

বিস্তারিত তথ্যের জন্য www.bgb.gov.bd ওয়েবসাইট ও নিচের লিংকটি দেখুন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে