বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে রাজস্বখাতভূক্ত ৬ ধরনের পদে ৩৩ জনকে নিয়োগ ও প্যানেল প্রস্তুতির জন্য আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে মাধ্যমে দরখান্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম : সহকারী পরিচালক (প্রশাসন)।
পদের সংখ্যা : ১১টি।
আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্সসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান)।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্সসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী পরিচালক (জনসংযোগ)।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা: সাংবাদিকতায় অনার্সসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা সাংবাদিকতায় দ্বিতীয় শ্রেণীতে অনার্সসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়। কোনো জাতীয় দৈনিকে সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : রসায়নবিদ।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা: রসায়ন বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্সসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : ক্রয়/ভান্ডার/সিএন্ডএফ কর্মকর্তা।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্সসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাডারে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা: নিরাপত্তা ও অনুসন্ধান বিষয়ক কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়।বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/-
বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি জমা দেয়া : আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০০ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ অক্টোবর ২০২১, রাত ১২টা পর্যন্ত।