সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৪টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : পরশ্ব শব্দটি অর্থ কি?
উত্তর: পরশু।
প্রশ্ন : বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
উত্তর: ৭ টি।
প্রশ্ন : দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর: দ্বীপ + অয়ন।
প্রশ্ন : “জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
উত্তর: কর্মধারায় সমাস।
প্রশ্ন : সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তর: কাহ্নপা।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তর: দোহাকোষ ।
প্রশ্ন : ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে ।”এর অর্থ কী?
উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল।
প্রশ্ন : ‘হপ্তপয়কর’ কার রচনা?
উত্তর: সৈয়দ আলাওল।
প্রশ্ন : ‘সমাচর দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন কে?
উত্তর: জন ক্লার্ক মার্শম্যান।
প্রশ্ন : ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?
উত্তর: প্রমথ চৌধুরী।
প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ।
প্রশ্ন : ‘মাটির ময়না’ চলচিত্রের নির্মাতা কে?
উত্তর: তারেক মাসুদ।
প্রশ্ন : ‘হুলিয়া’ কবিতা কার রচনা ?
উত্তর: নির্মলেন্দু গুণ।
প্রশ্ন : কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব- পশ্চিম।