সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
উত্তর: ফেরদৌসী।
প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লা বাংলা সাহিত্যের ইতিহাস গ্রস্থের নাম কি?
উত্তর: বাংলা সাহিত্যের কথা।
প্রশ্ন : ‘চৌ-হাদ্দি’ শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
উত্তর: ফারসি + আরবি।
প্রশ্ন : ‘সাজাহান ’নাটকের প্রথম রচয়িতা কে?
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন : ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
উত্তর: ঊনপঞ্চাশের মন্বন্তর।
প্রশ্ন : ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
উত্তর: কৃষ্ণনগর রাজসভা।
প্রশ্ন : ‘যা কিছু হারায় গিন্নী বলেন,কেষ্টা বেটাই চোর’- এখানে হারায় কোন ধাতু?
উত্তর: প্রযোজক ধাতু।
প্রশ্ন : ‘মহুয়া’ পালাটির রচয়িতা কে?
উত্তর: দ্বিজ কানাই।
প্রশ্ন : ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম সম্পাদক কে?
উত্তর: অক্ষয়কুমার দত্ত।
প্রশ্ন : ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?
উত্তর: আলালের ঘরের দুলাল ।
প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের কথা ’ কোন জাতীয় রচনা?
উত্তর: আত্মজৈবনিক উপন্যাস।
প্রশ্ন : ‘দাপ্তরিক’ শব্দটি কোন ইংরেজি ভাষা থেকে আগত ?
উত্তর: এজেন্ট।
প্রশ্ন : ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: সূর্যদীঘল বাড়ি।
প্রশ্ন : ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তর: সমাস।
প্রশ্ন : ‘লাঠালাঠি’ এটি কোন সমাস?
উত্তর: ব্যতিহার বহুব্রীহি সমাস।