সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন : ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তর: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?
উত্তর: মুনীর চৌধুরী।
প্রশ্ন : ‘চাঁদের হাট’– এর অর্থ কি?
উত্তর: প্রিয়জন সমাগম।
প্রশ্ন : ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
উত্তর: তৎসম।
প্রশ্ন : যত বড় মুখ নয় তত বড় কথা- এখানে মুখ বলতে কী বোঝাচ্ছে?
উত্তর: শক্তি।
প্রশ্ন : বিরাগী শব্দের অর্থ কী?
উত্তর: উদাসীন।
প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
উত্তর: একরকম কৃত্তিম কবিভাষা।
প্রশ্ন : সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই- কে বলেছেন?
উত্তর: চণ্ডীদাস।
প্রশ্ন : ‘আবোল তাবোল’ কার লেখা?
উত্তর: সুকুমার রায়।
প্রশ্ন : অপলাপ শব্দের অর্থ কি?
উত্তর: অস্বীকার।
প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ( আধুনিক ) কারা রচনা করেন?
উত্তর: মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান।
প্রশ্ন : পদাবলী লিখেছেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : `পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।