সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : ‘বিপদে মোরে রক্ষা করো’ বাক্যটিতে ‘বিপদে’ শব্দটির কারক ও বিভক্তি কী?
উত্তর : অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
প্রশ্ন : ‘উচাটন’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : প্রশান্ত।
প্রশ্ন : ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের আদি কবি কে?
উত্তর : মানিক দত্ত।
প্রশ্ন : বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কোন শতকে?
উত্তর : উনিশ শতকে।
প্রশ্ন : ‘সদ্যোজাত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর : সদ্যঃ+ জাত।
প্রশ্ন : বাক্যের বৈশিষ্ট্য নয়?
উত্তর : আসক্তি।
প্রশ্ন : ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?
উত্তর : অর্ধতৎসম।
প্রশ্ন : ‘প্রকর্ষ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
উত্তর : উৎকর্ষ।
প্রশ্ন : ‘দোহাই মানা’ বাগধারাটির অর্থ হলো-
উত্তর : নজির দেখানো।
প্রশ্ন : ‘দাম’ শব্দটি যে ভাষার শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে তা হলো-
উত্তর : গ্রিক।