বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ৫ থেকে ৭ আগস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেম্পোরেরি টেকনোলজিস (ICSCT) শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। Sustainable Development for Optimum `rowth’ স্লোগান নিয়ে সম্মেলনটি রাজধানীর রূপনগরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হবে।
৫ আগস্ট দুপুর ১২টায় ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনীপর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ৭ আগস্ট বিকাল ৫টায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক।