বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ৫ থেকে ৭ আগস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেম্পোরেরি টেকনোলজিস (ICSCT) শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। Sustainable Development for Optimum `rowth’ স্লোগান নিয়ে সম্মেলনটি রাজধানীর রূপনগরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হবে।

৫ আগস্ট দুপুর ১২টায় ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনীপর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ৭ আগস্ট বিকাল ৫টায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে