সুপ্রিয় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আজ তোমাদের বাংলা প্রথম পত্রের সহপাঠ ‘নাটক: সিরাজউদ্দৌলা’ থেকে আরও ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কে মোট কতটি দৃশ্য রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন অঙ্কে সর্বনিম্ন দুটি দৃশ্য রয়েছে?
ক. প্রথম অঙ্কে খ. দ্বিতীয় অঙ্কে গ. তৃতীয় অঙ্কে ঘ. চতুর্থ অঙ্কে
১২. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৫২ সালে খ. ১৯৬৫ সালে গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৯ সালে
১৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির বিষয় অনুসারে কোন প্রকৃতির নাটক?
ক. কাল্পনিক খ. ঐতিহাসিক গ. আত্মজৈবনিক ঘ. চরিত্রপ্রধান
১৪. রস বিচারে ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কোন প্রকৃতির নাটক?
ক. হাস্যরসাত্মক খ. ব্যঙ্গাত্মক গ. বিদ্রূপাত্মক ঘ. ট্রাজেডিধর্মী
১৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কোন দূর্গের বর্ণনা আছে?
ক. ফোর্ট উইলিয়াম দুর্গ খ. একডালা দুর্গ গ. বাস্তিল দুর্গ ঘ. লালবাগ কেল্লা
১৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ‘কোম্পানি’ শব্দটি দ্বারা কোন কোম্পানিকে নির্দেশ করেছে?
ক. মারাঠা বহুজাতিক কোম্পানিকে খ. ফরাসি বহুজাতিক কোম্পানিকে
গ. পর্তুগিজ বহুজাতিক কোম্পানিকে ঘ. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
১৭. ‘‘চুপ বেইমান! কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ হবে না।” সংলাপটি ক্লেটন কার উদ্দেশে বলেন?
ক. ক্যাপ্টেন মিনচিন খ. উমিচাঁদ গ. মানিকচাঁদ ঘ. ওয়ালি খান
১৮. ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দিয়েছেন?
ক. জর্জ হলওয়েল খ. ওয়াটস গ. মিনচিন ঘ. ক্লেটন
১৯. আলিবর্দি খাঁর প্রকৃত নাম কী?
ক. মির্জা মুহম্মদ আলি খ. মুহম্মদ আলি আকবর
গ. মির্জা আলি আকবর খান ঘ. আলিবর্দি
২০. ‘‘আপনিই এখন কমান্ডার-ইন-চিফ।” উমিচাঁদ কাকে উদ্দেশ করে এই সংলাপটি করেছেন?
ক. ক্লেটন খ. হলওয়েল গ. ওয়াটস ঘ. মিনচিন
উত্তর : ১০. গ, ১১. ঘ, ১২. খ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ।