আয়ারল্যান্ডের বিপক্ষে গত ২৯ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে নিজের তৃতীয় ওভারেই পঞ্চম উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান। আর এর ফলে নিউজিল্যান্ডের টিম সাউদির নেয়া ১৩৪ উইকেট ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৬টি উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন সাকিব।
প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ম্যাচে ৫ উইকেট পাওয়ার রেকর্ড এখন সাকিবের। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।
১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে এখন টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট পাওয়ার দিক দিয়ে শীর্ষে সাকিব আল হাসান। ১৩৪ উইকেট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।