আয়ারল্যান্ডের বিপক্ষে গত ২৯ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে নিজের তৃতীয় ওভারেই পঞ্চম উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান। আর এর ফলে নিউজিল্যান্ডের টিম সাউদির নেয়া ১৩৪ উইকেট ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৬টি উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন সাকিব।

প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ম্যাচে ৫ উইকেট পাওয়ার রেকর্ড এখন সাকিবের। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে এখন টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট পাওয়ার দিক দিয়ে শীর্ষে সাকিব আল হাসান। ১৩৪ উইকেট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে