- মুসলিম রেনেসাাঁর কবি বলা হয় – ফররুখ আহমদকে।
- মধ্যেযুগের কাব্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য – ধর্মনির্ভরতা ।
- মধ্যেযুগের শ্রেষ্ঠ কবি – মুকুন্দরাম চক্রবর্তী।
- ‘কথোপকথন ‘গ্রন্থটির রচয়িতা – উইলিয়াম কেরি।
- ‘বিষাদসিন্ধু’ একটি – ইতিহাস আশ্রয়ী উপন্যাস।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস – বৌঠাকুরাণীর হাট ।
- ‘জাবালি ‘ছন্দনামে লিখতেন – বিমল মিত্র।
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ কব্যগ্রন্থটির রচয়িতা – শামসুর রাহমান।
- রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন – ১৯১৯ সালে ।
- ‘একুশে ফেব্রুয়ারি’র বিখ্যাত গানটির সুরকার – আলতাফ মাহমুদ।
- কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান – ৪৩ বছর বয়সে।
- ‘মায়াবী প্রহর’ নাটকটির রচয়িতা – আলাউদ্দিন আল আজাদ।
- ‘আলালী বা হুতোমি’ ভাষা বলা হয় – চলিত ভাষাকে।
- বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার – জহির রায়হান ।
- মাসিক ‘ সওগাত’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় – ১৯১৮ সালে ।
- বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- ‘কাশবনের কন্যা’ যে জাতীয় রচনা – উপন্যাস ।
- ‘ইনকিলাব ‘ শব্দের অর্থ – বিপ্লব।
- দেখিয়ে শব্দটির চলিত রুপ – দেখে।
Post Views:
১,৪৯৫