বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদে গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা  ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ সাথে আনতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময় সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করেন:

http://www.reb.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/notices/1fddfabf_0442_43fe_990d_624dc175feb9/2023-02-06-04-35-ab92822e4cdfef813433f2c34bbadb09.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে