সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘বাংলা’ বিষয় থেকে ১৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

বাংলা

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লিখ।

 ক। উপসর্গ ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?

  1. i. রূপতত্ত্বে ধ্বনিতত্ত্বে iii. বাক্যতত্ত্বে iv. অর্থতত্ত্বে

উত্তর : i. রূপতত্ত্বে।

খ। শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?

  1. i. বিভক্তি অনুসর্গ iii. উপসর্গ iv. প্রত্যয়

উত্তর : iii. উপসর্গ।

গ। উপসর্গ কত প্রকার?

  1. i. ২ প্রকার ৩ প্রকার iii. ৪ প্রকার iv. ৫ প্রকার

উত্তর :  iii. ৪ প্রকার।

ঘ। উপসর্গ কোন পদের অন্তর্গত?

  1. i. বিশেষ্য বিশেষণ iii. সর্বনাম iv. অব্যয়

উত্তর :  iv. অব্যয়

ঙ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

  1. i. ২১ টি ২০টি iii. ২৪ টি iv. ২৬ টি

উত্তর : ii. ২০টি।

প্রশ্ন : নিচের বাক্যের শূন্যস্থান পূরণ করো।   

ক। উপসর্গের —- নেই।

খ। শব্দের পূর্বে ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ —-

গ। উপসর্গ —- পরিবর্তন ঘটায়।

ঘ। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে —-

ঙ। সংস্কৃত উপসর্গ —- টি।

উত্তর : ক। উপসর্গের অর্থবাচকতা নেই।

খ। শব্দের পূর্বে ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ উপসর্গ

গ। উপসর্গ অর্থের পরিবর্তন ঘটায়।

ঘ। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে উপসর্গের

ঙ। সংস্কৃত উপসর্গ ২০টি।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ।

ক। উপসর্গ বলতে কী বোঝা? উপসর্গ কত প্রকার?

উত্তর :  যে সকল অব্যয় শব্দ বা ধাতুর পূর্বে বসে, নতুন শব্দ গঠণ করে এবং অর্থের পরিবর্তন ঘটায় তাই উপসর্গ।

উপসর্গ ৩ প্রকার।

খ। আমি অবেলাতে পারিদিলাম অথৈই সাগরে- এখানে অবেলার অ কী ধরনের  উপসর্গ?

উত্তর :  খাঁটি বাংলা।

গ। কোন চারটি  উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গের ক্ষেত্রে দেখা যায়?

উত্তর :  আ, সু, বি, নি।

ঘ। সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর :  আলো ও ছায়া।

ঙ। আপনারে লয়ে বিব্রত রহিতে-এই  পঙ্‌ক্তিটির পরের পঙ্‌ক্তিটি কী হবে?

উত্তর :  আসে নাই কেহ অবনী পরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে