বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১০ ধরনের পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি) ও বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) পদের মৌখিক পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল), সহকারী কৃষি প্রকৌশলী, বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি), সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদের পরীক্ষা হবে ২০ নভেম্বর।

এ ছাড়া প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা ২১ নভেম্বর এবং বৈজ্ঞানিক কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে।

সব পদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় গাজীপুরে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সব কাগজপত্রের মূলকপি, এক সেট সত্যায়িত কপি এবং প্রবেশপত্রের রঙিন কপি সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :  

http://www.bari.gov.bd/sites/default/files/files/bari.portal.gov.bd/notices/5a47fbf3_1dbe_4bdf_9c68_3079eca804f9/2022-10-30-13-16-90b1f7761a3611fd2660186d81b12fb3.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে