স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কমিউনিটি ক্লিনিকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। এতে অপারেশনাল প্ল্যানের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের ৭৯৮টি শূন্য পদের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোটেশনে এই তারিখ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে।