বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কারখানাগুলোর অনুমোদিত দুই ধরনের সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিসিআইসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদের ১২৩ জন কর্মকর্তা নিয়োগের জন্য গত ২৬ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল। ওই সময়সূচি অনুযায়ী, ২০, ২২ ও ২৯ অক্টোবর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অনিবার্য কারণবশত এই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদের মৌখিক পরীক্ষা আগামী ১, ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সহকারী রসায়নবিদ পদের মৌখিক পরীক্ষা ১ নভেম্বর বেলা ২টায় এবং ২ নভেম্বর বেলা ১১টা ও আড়াইটায় অনুষ্ঠিত হবে। আর সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের মৌখিক পরীক্ষা ৩ নভেম্বর বেলা ১১টা এবং আড়াইটায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার স্থান ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :