বিএইটিই ও আইইবি’র স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে করনীয় নির্ধারনের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসানের উপস্থিতিতে এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান কামালের সভাপতিত্বে একটি সমন্বয় সভা গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ইউনিভার্সিটির গ্রীনরোডের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় বিএইটিই ও আইইবি’র স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটির সব ফ্যাকাল্টির ডিন ও ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নিয়ে বড় পরিসরে একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান বিএইটিই ও আইইবি’র স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে করনীয় সম্পর্কে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান কামালসহ অন্যান্য শিক্ষকদের বক্তব্য মনোযোগসহকারে শুনেন এবং সেই অনুযায়ী নির্দেশনা দেন।
সমন্বয় সভায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান কামাল স্লাইডের মাধ্যমের উপস্থিতদের সামনে বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন-এর উপর সেশন পরিচালনা করেন এবং শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমন্বয় সভায় এ সময় প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আল-আমিন মোল্লা, রেজিস্টার এস, এম, নূরুল হুদা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মোস্তফা হোসেন, নেইম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খবিরুল হক চৌধুরী, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক বুলবুল আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: লুৎফর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হোসাইন রেজা, এএমটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: তাজবীর হোসেন সজীব, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: রইস উদ্দিন মোল্লা, আইটি এবং মানবসম্পদ বিভাগের (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক খন্দকার আমিনুল হক জামান ছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, অধ্যাপক, পরিচালক, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।