২০২৬ সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। দেশটির হয়ে সর্বোচ্চ গোলে তিনি ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি পেলেকে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার জুনিয়র। নেইমারের বর্তমান গোলসংখ্যা এখন ৭৯। তার এই মাইলফলক গড়ার ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেসাওরা, যেখানে তারা বিধ্বস্ত করলো বলিভিয়াকে। নেইমার ছাড়াও জোড়া গোল করেন রদ্রিগো। অন্য গোলটি রাফিনহার। ম্যাচের ২৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। ৫৩ মিনিটে আবারও রদ্রিগোর গোল। ম্যাচের ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করে পেলেকে ছাড়িয়ে দেশটির একক সর্বোচ্চ গোলদাতা বনে যান নেইমার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে