চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত এমবিবিএস ও বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে মেডিসিন অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আখতার সিএমইউর ভিসি অধ্যাপক ইসমাইল খানের কাছে এমবিবিএস ও বিডিএস ফাইনাল পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক সদস্য ও বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকেরা উপস্থিত ছিলেন।

এ বছর সিএমইউর অধীন এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অংশ নেন ১ হাজার ১৪৫ শিক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ১ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাস করেছেন ৮৩৭ জন শিক্ষার্থী, পাসের হার ৭৩.৩ শতাংশ। এমবিবিএস ফাইনাল প্রফেশনালে অনার্স মার্ক পেয়েছেন একজন শিক্ষার্থী। এ ছাড়া সিএমইউর অধীন বিডিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১০৭ শিক্ষার্থী। এতে পাস করেছেন ৮২ শিক্ষার্থী, পাসের হার ৭৬.৬৩।

এমবিবিএস বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

https://cmu.edu.bd/result

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে