কোচিং ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশের জাতীয় পর্যায়ের কোনো দলের দায়িত্ব পেলেন ৪৬ বছর বয়সী সাবেক ফুটবলার থিয়েরি অঁরি। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই স্ট্রাইকারকে। ফ্রান্সের ফুটবল ফেডারেশন গত ২১ আগস্ট এক বিবৃতিতে জানায়, ২০২৫ পর্যন্ত চুক্তির মেয়াদ অঁরির সঙ্গে। আগামী বছর প্যারিস অলিম্পিকেও তার কোচিংয়েই খেলবে ফ্রান্স।

এ বছর ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ আসরে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের কাছে ফ্রান্স ধরাশায়ী হওয়ার পর তখনকার কোচ সিলভাঁ হিপলকে বরখাস্ত করা হয়। তার জায়গাতেই দায়িত্ব পেলেন অঁরি। আগামী ৭ সেপ্টেম্বর অঁরির কোচিংয়ে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দল প্রথম খেলবে ডেনমার্কের বিপক্ষে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে