অর্থ মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় আপাতত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বন্ধ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শূন্যপদে আট হাজারের বেশি শিক্ষক নিয়োগের সবধরনের প্রক্রিয়া শুরু হলেও শেষ মুহূর্তে এসে ঝুলে গেছে সব আয়োজন। পরীক্ষা আয়োজনে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল কাজে লাগানো সংক্রান্ত বিষয়ে অর্থ বরাদ্দ এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় চলতি বছরে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সব উদ্যোগও শেষ হয়ে গেল।
এ দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়েই এখন শঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা আয়োজন করার কথা ছিল। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠিও পাঠানো হয়। তবে সর্বশেষ খবর হচ্ছে এই অনুমোদন পাওয়া যায়নি। ফলে প্রথম ধাপের এই পরীক্ষা কবে আয়োজন করা যাবে তা এখন আর বলা যাচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে