৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ (রোববার) সন্ধ্যার মধ্যে প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলাফল চূড়ান্ত করতে ইতোমধ্যে পূর্ণ কমিশনের সভা করছে পিএসসি। আজ রোববার (২০ আগস্ট) দুপুরের পর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এ সভা শেষ করে সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন সদস্য সাংবাদিকদের বলেন, ৪৩তম বিসিএসের ফলাফল চূড়ান্ত করতে পূর্ণ কমিশনের বৈঠক শুরু হয়েছে। আশা করি, সন্ধ্যার মধ্যে এ ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে