এশিয়া কাপের জন্য সবার আগে দল দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। অভিজ্ঞদের ছাড়াও নতুনদের ওপরও ভরসা রাখছে পাকিস্তানের নির্বাচক কমিটি। সর্বশেষ ইর্মাজিং এশিয়া কাপে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো তাইয়্যেব তাহির পাকিস্তানের স্কোয়াডে আরেক চমক। অন্যদিকে, শ্রীলঙ্কার মাটিতে কদিন আগে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো সৌদ শাকিলই স্কোয়াডের একমাত্র ক্রিকেটার, যিনি আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দলে থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি।

আফগানিস্তান সিরিজ এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, তাইয়্যেব তাহির এবং সৌদ শাকিল (আফগানিস্তান সিরিজের জন্য), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ এবং উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে